জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

 

স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সার ও কৃষি পণ্যের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তরা বলেন, ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে ভোটারবিহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকার নয় বলে জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। এজন্য স্বেচ্ছাচারি কায়দায় মধ্যরাতে দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের কথা বললেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। তাহলে ৫০% দাম বৃৃদ্ধির সিদ্ধান্ত কার স্বার্থে? বিপিসি টানা ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এ ৪৩ হাজার কোটি টাকা কোথায়? এর হিসেব জনগণের কাছে দিতে হবে। চুয়াডাঙ্গায় গত মঙ্গলার বিকেলে শহীদ হাসান চত্ব¡রে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহিদ হাসান চত্বরে মিলিত হয়ে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দেলন জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি মো. তুষার ইমরান সরকার, জেলা সদস্য মাওলানা জহুরুল ইসলাম, জীবননগর থানা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, আলমডাঙ্গা থানা সভাপতি মাওলানা আকরাম হুসাইন সাইরাফি, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি শেখ পিয়ার মোহাম্মদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আবু বকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন জেলা প্রচার সম্পাদক আশিকুল আলম সজিব ও ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসালাম। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সরকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদেরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের হোটেল বাজার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সরকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি আবির হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুরের জেলা শাখার নেতা আরিফুল ইসলাম প্রমুখ।

Comments (0)
Add Comment