ঝিনাইদহের দুটি উপজেলার ২০ ইউনিয়নে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ৫ম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণের জন্য ঝিনাইদহের দুটি উপজেলার ২০টি ইউনিয়নে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের বাকি উপকরণ পাঠানো হয়েছে। সকালে শৈলকুপা ও হরিণাকু-ু উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেয়া হয়। আগামীকাল সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। এই দুই উপজেলার ২০টি ইউনিয়নে মোট ৩ লাখ ৭১ হাজর ৪শ ৪৮ জন ভোটার ২০৩টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে চেয়ারম্যান পদে মোট ৬৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৯৮ জন ও সাধারণ সদস্য পদে ৫৯১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব, আনসার সদস্য, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

 

Comments (0)
Add Comment