ঝিনাইদহের ফতেপুর জমিদার বাড়ি শিশু বিনোদন পার্ক করার পরিকল্পনা

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ উপজেলার ফতেপুর পুরাতন জজ বাড়ি পরিদর্শনকালে ওই স্থানে শিশু বিনোদন পার্ক করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

প্রাপ্ত সূত্রে প্রকাশ, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ গত মঙ্গলবার বিকেলে জেলার কোটচাঁদপুর উপজেলার ভূমি অফিস, থানা এবং মহেশপুর উপজেলার ফতেপুর ভূমি অফিস, আশ্রয়ন প্রকল্প ও ফতেপুর ব্রিটিশ আমলের জজ অমূল্য গোপাল চট্টোপাধ্যায়ের পরিত্যক্ত বাড়ি এবং মুখার্জি বাড়িখ্যাত পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক মোল্লা, ইউপি সদস্য আশাদুল ইসলাম প্রমুখ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জজ বাড়ির ৮৮ শতক জমির ওপর আধুনিক মানের শিশু বিনোদন কেন্দ্র করার পরিকল্পনার কথা ব্যক্ত করেন। এছাড়া মুখার্জি বাড়িটি প্রধানমন্ত্রীর ঘোষিত ভূমিহীনদের জন্য ঘর করার অভিমত ব্যক্ত করেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেন। দুটি পরিকল্পনাকে যুগোপযোগী মনে করে সন্তোষ প্রকাশ করেন।

Comments (0)
Add Comment