ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে বাড়ির গেটে কাফনের কাপড়

ঝিনাইদহ প্রতিনিধি: ঘুম থেকে উঠেই বাড়ির দরজায় একটি প্যাকেট। উৎসুক মন নিয়ে খুলে দেখেন তাতে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও কর্পুর রয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। ওই গ্রামের আমিরুল ইসলাম মোল্লার বাড়ির প্রবেশমুখে কে বা কারা হুমকিস্বরুপ এগুলো রেখে যায়। তবে গ্রামবাসী জানায়, জমিজমা নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে প্রতিপক্ষ আমিরুল ইসলাম মোল্লার ছেলে আনোয়ার মহুরিকে হুমকি দিতেই এই কান্ড ঘটনো হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে। আনোয়ার মহুরি খবরের সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন, প্রতিপক্ষের সাথে এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় সালিস বৈঠক চলছে। বংকিরা পুলিশ ক্যাম্পের আইসি আতাউর রহমান জানান, গত মঙ্গলবার কে বা কারা আনোয়ার মহুরির বাড়ির সামনে কাফনের কাপড় রেখে যায়। জমিজমা নিয়ে চাচা ভাতিজার দ্বন্দ্বের কারণে এমনটি হতে পারে বলে তিনি মনে করেন।

Comments (0)
Add Comment