ঝিনাইদহে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)- ২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ঝিনাইদহ সদর। এম কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ বিআরডিবি এর উপ-পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার অনুপম দাস। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সাজেদা পারভীন, হিসাব সহকারী (ইরেসপো) সোহেল রানা। বক্তারা বাল্য বিবাহ, ইফটিজিং, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা, পুজিগঠন এবং আত্মহত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের ১৬ জন কিশোরীর মধ্যে তাদের নিজস্ব সঞ্চয় ও সরকারি প্রণোদনা ২শত পারসেন্টসহ চেক প্রদান করা হয়।