ঝিনাইদহে গার্মেন্টস শ্রমিকের বিকৃত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের একটি ভবন থেকে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে ঘরের দরজা ভেঙে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে। পেশায় গার্মেন্টস শ্রমিক তরিকুল পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তরিকুল ইসলামের ভাই আজিজুল ইসলাম জানান, গত এক সপ্তাহ ধরে তার ছোট ভায়ের কোন খোঁজ ছিল না। গতকাল রোববার তার স্ত্রীর তালাকনামা বাড়িতে পৌছালে তরিকুলের খোঁজ হয় এবং তার ভাড়া বাড়িতে গিয়ে দেখে মৃতদেহ বিছানার ওপর পড়ে আছে। লাশটি বিকৃত হয়ে গেছে। তরিকুলের ভাগ্নে ইয়াসিন জানান, তার মামি জুনিয়া খাতুন তালাক দিয়ে চলে যাওয়ার পর হয়তো মামা হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারে। তিনি জানান, তার মামা গার্মেন্টেসে চাকরি করে অনেক টাকা জমিয়েছিল। টাকা শেষ হওয়ার পর সংসারে টানাটানি শুরু হয়। এক পর্যয়ে তার মামিও তালাক দিয়ে চলে যায়। তরিকুলের মা আইজান নেছা অভিযোগ করেন, তার ছেলের মৃত্যু নিয়ে রহস্য আছে। তার স্ত্রী এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তার রহস্য পুলিশ উদ্ধার করে ন্যায় বিচার নিশ্চিত করুক। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশটি চেনার উপায় নেই। হয়তো এক সপ্তাহের বেশি সময় মারা গেছে। এ কারণে শরীরের চামড়া পঁচে গেছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগ বা ঘুমের বড়ি খেয়ে সুইসাইড করতে পারেন। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে ওসি জানান।