ঝিনাইদহে নবগঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময়সভা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নবগঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের ফুড সাফারি রেস্টুরেন্ট হলরুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে হিন্দুরের ওপর বেশি অত্যাচার, নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ব্যবহার করতো। হিন্দুদের সহায়-সম্পত্তি আওয়ামী লীগের আমলে জোরপূর্বক দখল করে নেয়া হয়েছে। গত ১৫ বছরে অনেক হিন্দুর জমি বেদখলে চলে গেছে। অথচ জাতীয়তাবাদী শক্তি কখনো হিন্দুদের ওপর কোনো ধরনের অত্যাচার-নির্যাতন করেনি। বিএনপি ক্ষমতায় এলে হিন্দুরা আরো ভালো থাকবে। এ সময় সিনিয়র আহ্বায়ক অনন্ত রায়, যুগ্ম আহ্বায়ক দিপ্ত ঘোষ, সদস্য সচিব সমির কুমার হালদার, সদস্য সচিব রাহুল দেব সাহা পাপ্পু, জীবন কুমার বিশ্বাস ও সুশান্ত সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার ৬টি উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।