ঝিনাইদহে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের ১১ মামলা

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের পৌরসভা এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিতে মোটরযান ও সড়ক আইন অমান্যসহ বিভিন্ন অপরাধে মোটরযান ড্রাইভারদের এগারো মামলার বিপরীতে বারো হাজার তিনশত টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম। গতকাল রোববার দুপুরে তিনি ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে টিটিসি ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালোনা করেন।
এ সময় ঝিনাইদহ বিআরটিএ আঞ্চলিক কার্যালয়ের এডি মো. আতিয়ার রহমান, মোটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার এসএম সবুজ সহ টিআই গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন। বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম, বিআরটিএ’র এডি মো. আতিয়ার রহমানসহ টিআই গোলাম মোর্শেদ সড়ক আইন সম্পর্কে জ্ঞাত করতে বিভিন্ন যান চালোকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

Comments (0)
Add Comment