ঝিনাইদহে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ : বাড়ি মালিকের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করে বাড়ির মালিককে ছয় মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে শহরের আরাপপুর মাস্টারপাড়া থেকে নকল এসব ওষুধ জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন ম-ল জানান, শহরের ওই এলাকার একটি বাড়িতে নকল ওষুধ মজুদ করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় গোলাম নবীর বাড়িতে অভিযান চালিয়ে ছাদে ওঠার সিঁড়ির নিচে কয়েকটি কার্টুনে ৫৯১ পাতা মন্টেয়ার-১০ ট্যাবলেট, ৪৩৩ পাতা সেকলো ও প্যান্টোনিক্স ক্যাপসুল ও বেশকিছু মোনাস-১০ ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নকল ওষুধ বিক্রি ও মজুদ রাখার দায়ে বাড়ির মালিককে ছয়মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এসময় জেলা ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক রেহান হাসান, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জেলা শাখার সভাপতি রফিকুল করিম, সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিবুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামরুজ্জামান সরকার বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment