ঝিনাইদহে বৃষ্টিতে ফসলের ক্ষতি

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলায় দুই দিনের বৃষ্টিতে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শীতকালীন শাকসবজির। ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন ও বরবটির ক্ষতি হয়েছে। বৃষ্টিতে ফুল ও ফল পচে যাচ্ছে। অনেক স্থানে ধান গাছ মাটিতে নুইয়ে পড়েছে। এতে ফলন কম হবে বলে মনোহরপুর গ্রামের চাষি মাসুদ হাসান পান্না জানিয়েছেন। তিনি জানান, এবার আমন ধানের শিষ বড় হয়েছে। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসে ধান গাছ নুইয়ে পড়েছে। এতে ফলন কম হবে। বৃষ্টিতে পেঁয়াজের বীজতলারও ক্ষতি হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস জানান, বৃষ্টিতে ধান ও সবজিসহ সব ফসলের কিছু ক্ষতি হবে। তবে মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে জমিতে যাতে পানি না জমে সে ব্যাপারে চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে।

Comments (0)
Add Comment