টিপ্পনী – আমরা কৃষক

আহাদ আলী মোল্লা

আমরা কৃষক
আহাদ আলী মোল্লা

ডিলার মশাই আঙুল ফোলান
চোঁয়াল ঝোলান গোশে,
গরিব কৃষক এই কারণেই
যায় ফেটে আক্রোশে।

ডিলার যারাই তারাই যদি
আটকে রাখেন সার,
ভেসে যাবে কৃষক-চাষির
সাজানো সংসার।

সারের দামের ঠিক ঠিকানা
যায় ভেসে সব জলে;
বাড়তি দামের ধকল এমন
খুব চলে কৌশলে।

ঠকছে গরিব কৃষক সবাই
ফুলছে ওদের দেহ;
আমরা কৃষক এর প্রতিবাদ
করছি কি আজ কেহ?

সূত্র (অধিক মূল্যে সার বিক্রি করায় আলমডাঙ্গায় দুই ডিলারকে জরিমানা)

Comments (0)
Add Comment