তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির পাশে সহযোগিতার হাত

স্টাফ রিপোর্টার: দেশের ভয়াবহ করোনা ক্রান্তিকালে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে চুয়াডাঙ্গায় পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাড়ালেন রাজনীতিক হাশেম রেজা ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে দুর্যোগ পূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে জেলার শতাধিক তৃতীয় লিঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্টিকে ঈদ উপহার হিসেবে সেমায়,চিনি,চাউল, ডাল, লবন, সোয়াবিন তৈল সহ খাদ্য সামগ্রী তুলে দেন হাশেম রেজা। একই সাথে জেলা পুলিশের পক্ষ থেকেও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পুলিশ সুপার বলেন, “মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” সেই মুল মন্ত্রকে বুকে ধারণ করে আমি কাজ করে চলেছি। আমি চুয়াডাঙ্গায় শুধু পুলিশ সুপার হিসেবে যোগদান করেনি, এ জেলার মানুষের সেবক হিসেবে কাজ করে চলেছি। একদিকে করোনা ভাইরাস মহামারি, তার সাথে যোগ হয়েছে ডেঙ্গু ও সুপার সাইক্লোন আম্ফান। এ অবস্থায় পিছিয়ে পড়া নিন্ম আয়ের মানুষদের পাশে যদি সমাজের বৃত্তবানরা না দাড়ায় তাহলে মানবিকতার কবর রচিত হবে। তাই আসুন আমরা যার যার জায়গা থেকে সাধ্যমত এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠির পাশে দাড়ায়।

Comments (0)
Add Comment