তেমন কোনো তথ্য দেয়নি জনি : আদালতে সোপর্দ

জীবননগর ব্যুরো: উপজেলা শহরতলীর রাজনগরের একটি পুকুরের পাহারাদারের ঘর হতে ওয়ান স্যুটার গানসহ আটক মৎস্যচাষি ইব্রাহিম খলিল জনি অস্ত্রের ব্যাপারে তেমন কোনো তথ্য দেয়নি। গ্রেফতারকৃত জনিকে গতকাল বুধবার চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযানকালে পুলিশ ওয়ান স্যুটারগান সাদৃশ্য আগ্নেয়াস্ত্রসহ জনিকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে সাব-ইন্সপেক্টর আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম থানার সামনের রাজনগরের একটি পুকুরের ঘেরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুকুরের পাহারাদারের ঘরের চৌকির নিচ হতে একটি ওয়ানস্যুটার গান সাদৃশ্য অস্ত্র উদ্ধার করে। এসময় গ্রেফতার করা হয় ওই পুকুরের মৎস্যচাষি বাজারপাড়ার মৃত জিয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম খলিল জনিকে। জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ গতকাল ইব্রাহিম খলিল জনিকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment