দফায়-দফায় এলপি গ্যাসের মূল্যবৃদ্ধিতে দিশেহারা ব্যবহারকারীরা

জীবননগর ব্যুরো: রান্নার কাজে অপরিহার্য এলপি গ্যাসের মূল্য দফায়-দফায় বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে একদফা ও ফেব্রুয়ারি মাসে এসে আরও এক দফা মূল্য বৃদ্ধি পেয়ে ১২ কেজি এলপি গ্যাসের প্রতি সিলিন্ডার ১৫৫০ টাকা থেকে এক হাজার ৬শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এলপি গ্যাসের হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছে ব্যবহারকারীরা।

খোঁজ নিয়ে গেছে, বেসরকারি কোম্পানির বোতলজাত এলপি গ্যাসের বাজার অস্থির হয়ে উঠেছে। সরকারিভাবে ১২ কেজি প্রতি সিলিন্ডার এলপি এক হাজার ২৩২ টাকা নির্ধারণ করে দিলেও বেসরকারি কোম্পানিগুলো এ রেট মানছে না। তারা তাদের ইচ্ছামাফিক দাম বাড়িয়ে চলেছে। গত বছর এক হাজার ২শ’ টাকা দরে ১২ কেজির প্রতি সিলিন্ডার এলপি বিক্রি হলেও জানুয়ারি মাসে এসে বৃদ্ধি পেয়ে তা এক হাজার ৩শ’ টাকাতে এসে দাঁড়ায়। ফেব্রুয়ারি এসে মূল্য বৃদ্ধি পেয়ে এক হাজার ৬শ’ টাকা এসে দাঁড়িয়েছে। বেসরকারি কোম্পানিগুলো বলছে আর্ন্তজাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারের এলপি গ্যাসের এ মূল্য বৃদ্ধির কারণ। বসুন্ধরা, ওমেরা, ওরিয়ন ও জি এলপি গ্যাসের স্থানীয় পরিবেশকগণ জানান, গত সপ্তাহ হতে কোম্পানিগুলো এলপি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে বাজার বসুন্ধরাসহ বেশ কয়েকটি গ্যাস মিলছে না। আজ-কালের মধ্যে নতুন রেটে সরবরাহ স্বভাবিক হতে পারে বলে বসুন্ধরার পরিবেশক ইকবাল উদ্দিন একরাম আশাবাদ ব্যক্ত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলপি গ্যাস ব্যবহারকারী জানান, দফায়-দফায় এলপি গ্যাসের এমন মূল্য বৃদ্ধির ফলে গ্যাস কেনা অসম্ভব হয়ে উঠছে। খড়িতে ফিরে যেতে হবে কী-না সেটাই ভাবছি এখন।

Comments (0)
Add Comment