দর্শনার রামনগর মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট অভিযান

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার দর্শনা থানার রামনগর মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই অভিযানে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪ টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের চালকের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ২২ হাজার টাকা জরিমানা করে ট্রাফিক পুলিশ। সংশ্লিষ্টরা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট রিয়াজুল, সাব-ইন্সপেক্টর আমানতসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে সহযোগিতা করে দর্শনা থানা পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল চালককে লাইসেন্স সঙ্গে রাখা, হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।