দর্শনায় মুক্তিযোদ্ধাদের বাসভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

 

দর্শনা অফিস: দেশের অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাসভবন নির্মাণ করে দিচ্ছে সরকার। দর্শনাসহ আশপাশ এলাকার ৮জন বীর মুক্তিযোদ্ধা বাসভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনায় এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ১ কোটি ৭ লাখ ১৮ হাজার ৯০৩ টাকা ব্যয়ে দর্শনাসহ আশপাশ এলাকার ৮জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার বাসভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান রিলেশন আর্কিটেক হোম। দর্শনা কলেজপাড়ার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বাসভবনের নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজি শহিদুল ইসলাম, জাসদ নেতা হাজি হারুন অর রশিদ, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইঞ্জি. শাকিল হোসাইন রাজু প্রমুখ।

Comments (0)
Add Comment