দর্শনা থানা যুবদলের পোস্টার বিতরণ

দর্শনা অফিস: দর্শনা থানা যুবদলের পক্ষ থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে পোস্টার বিতরণ করা হয়েছে। আগামীকাল ৪ আগস্ট জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা, শীর্ষক সমাবেশ সফল ও স্বার্থক করতে এ কর্মসূচি পালন করা হয় গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সদস্য সচিব সাজেদুর রহমান মিলন, যুগ্নআহ্বায়ক সরোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান মোহন, মোরসেদুর রহমান লিংকন, শামীম রেজা, আব্বাস আলী, সিদ্দিক প্রমুখ।