দর্শনা পৌর নির্বাচনে আ.লীগের দলীয় ৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ : বিএনপি-জামায়াতের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৬

দর্শনা অফিস: দর্শনা পৌর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যখন উপজেলা নির্বাচনী অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহে ব্যস্ত। ঠিক তখন দলীয় সমর্থনের আশায় আ.লীগের প্রার্থীরা ছোটেন ঢাকামুখী। দর্শনা পৌর নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী দর্শনা পৌর আ.লীগের সভাপতি বর্তমান মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ মো. হাসান ও নাহিদ কবির মনুর নাম শোনা গেলেও জেলা আ.লীগের পক্ষ থেকে শেষ অবধি ৩ জনের নামের তালিকা প্রেরণ করা হয় আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। তালিকায় নাম থাকা মতিয়ার রহমান, আব্দুল হান্নান ছোট ও আবু সাঈদ মো. হাসান দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহসহ তা পূরণ করে দাখিল করেছেন ২ দিন আগেই। এরই মধ্যে নাহিদ কবির মনু গতকাল বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন বলেও জানান। ফলে দর্শনা পৌর নির্বাচনে আ.লীগের ৪ মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন। কে হচ্ছেন আ.লীগের দলীয় প্রার্থী তা যেমন দেখার অপেক্ষা মাত্র, তেমনি প্রার্থী ঘোষণার পর বিদ্রোহী হয়ে কেউ মাঠে থাকে কিনা তাও দেখার বিষয়। এদিকে বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে সাবেক মেয়র মহিদুল ইসলাম, দর্শনা পৌর যুবদলের সভাপতি এনামুল হক শাহ মুকুল, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান বুলেট দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আরও রয়েছেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন রিংকু। এছাড়া দিন কয়েক আগে জামায়াত প্রার্থী হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরের নাম শোনা গেলেও অবশেষে তা পরিবর্তনের সম্ভবনায় নাম শোনা যাচ্ছে জামায়াত নেতা আশকার আলীর। তবে শেষ অবধি বিএনপি ও জামায়াতের দলীয় সমর্থন কে কে পায় তা দেখার অপেক্ষা শুধু।

Comments (0)
Add Comment