দর্শনা অফিস ঃ দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টার দিকে প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহন করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কমিটি ঘোষনা সিলেকশন কমিটির প্রধান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন, সিলেকশন কমিটির সদস্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ ম-ল, সাবেক সাধারণ সম্পাদক এসএম ওসমান, কামরুজ্জামান যুদ্ধ ও ওয়াসিম রয়েল। আলোচনা পর্বের পর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন ও সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন এবং সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ’র কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, চঞ্চল মেহমুদ, মাহমুদ হাসান রনি, হাসমত আলী, রাজিব মল্লিক, সাব্বির আলীম, সুকমল চন্দ্র দাস বাধন, আবিদ হাসান রিফাত, আব্দুল হান্নান, ইমতিয়াজ রয়েল, আব্দুর রহমান, ফরহাদ হোসেন প্রমুখ।