দর্শনা বাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

দামুড়হুদা অফিস: মহামারী করোনা দূর্যোগ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে দামুড়হুদার দর্শনা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালতে দন্ডিত ১২জন ব্যক্তিকে ২হাজার ৮’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা বাজার মাস্ক পরিধান নিশ্চিতকরণে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মাস্ক পরিধান না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০সালের ২৬৯ধারায় দোষি সাব্যস্ত করে ১২জন দন্ডিত ব্যক্তিকে ২হাজার ৮’শ টাকা জরিমানার আদেশ দেন আদালতের বিচারক। এসময় দন্ডিত ব্যক্তিরা তাদের উপর অর্পিত জরিমানার টাকা নগদে পরিশোধ করে মুক্ত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যে সহযোগিতা করেন দর্শনা থানার এসআই শিহাব আহম্মেদ, বাজার বণিক সমিতির সভাপতি প্রমুখ।

Comments (0)
Add Comment