দর্শনা বাড়াদি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

দর্শনা অফিস: দর্শনা বাড়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে। দৈনিক পদ্মা সংবাদ পরিবারের পক্ষ থেকে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। গত পরশু বুধবার দুপুর ১২টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা বিএনপি নেতা সরওয়ার হোসেন, শিক্ষক আলতাফ হোসাইন, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক পলাশ উদ্দিন, দৈনিক পদ্মা সংবাদ’র সম্পাদক আব্দুর রহমান অনিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম শাপলা, সহকারী শিক্ষক হাসান আলী, বিনা খাতুন, রোকসানা পারভিন, মোস্তফা কামাল প্রমুখ।