দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আলেয়ার বিদায় সংবর্ধনা

দর্শনা অফিস: দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা শেষে অবসরে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা আলেয়া খাতুন ও ৪র্থ শ্রেণির কর্মচারী মো. জামাত আলীকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা মাধ্যমিক বিদ্যালযের পরিচালনা পরিষদের সভাপতি ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এবং দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলি মুনছুর বাবু বলেন, বর্ণাঢ্য কর্মজীবনে শিক্ষিকা আলেয়া খাতুন এ বিদ্যালয়কে অনেক কিছুই দিয়েছেন। বিদ্যালয়ের শুরু থেকেই বাংলা বিভাগের সুনাম সর্বজন নন্দিত। এ সুনামের অন্যতম কারিগর ছিলেন আলেয়া। তিনি অবসর জীবনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক হাসমত আলী। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী শফিকুল আলম, সদস্য উত্তম দেবনাথ, ফারুকুল ইসলাম হোসেন, সিরাজুল ইসলাম, শিক্ষক হাফিজুর রহমান, সাইদুর রহমান, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, কামাল হোসেন, খোরশেদ আলম, হাসান আলী, আব্দুস সালাম, মাহামুদা খাতুন অপা, শামসুন নাহার তুলি, নাসরীন আক্তারী শিলু, সুমিতা খাতুন, শামসুন নাহার হীরা, শারমিন আক্তার প্রমুখ। এ সময় আলেয়া খাতুন তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তার কৃতিত্বের কথা স্মরণ করতে গিয়ে অতিথিদের চোখেও পানি দেখা যায়।

Comments (0)
Add Comment