দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করলেন মশিউর

দর্শনা অফিস: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের মননিবেশ করণের লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন দর্শনা ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৩টি ফুটবল, ৩টি ভলিবল, ১টি ভলিবল নেট, ৪টি ব্যাটমিন্টন র‌্যাকেট, ১ বক্স ফেদার, ১টি নেট ও দাবা-গুটি গ্রহণ করে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, কমিটির সদস্য লুৎফর রহমান প্রমুখ।