দর্শনা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হক আর নেই

দর্শনা অফিস: দর্শনা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হক আর নেই। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে দর্শনা আজমপুর মাঠপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না——রাজিউন। বেশ কিছুদিন ধরেই তিনি লিভার ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ১ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। আছর বাদ জানাযা শেষে আজমপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।