দামুড়হুদার কাদিপুরে ৪০দিন পাঁচওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে ৫ শিশু পেলো নতুন বাইসাইকেল

বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুর স্কুলপাড়া জামে মসজিদ শিশুদের ৪০ দিন পাঁচওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় ও বড়দের কোরআন খতম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদএশা দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গ্রামের স্কুলপাড়া জামে মসজিদে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। নামপ্রকাশে অনিচ্ছুক একজন নারীর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করেন। অনুষ্ঠানে ৪০দিন পাঁচওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় কারী ৫ জন শিশুকে নতুন ৫টি বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। এরা হলেন মুন্না হোসেন (৮), ইসমাইল হোসেন (১১), মিকদাদুর রহমান (৬), হুসাইন আহমেদ (৭) ও জিহাদ হোসেন (৮)। এছাড়া আরও ১১জন প্রতিযোগী শিশুদের মাঝে সান্ত¦Íনা পুরস্কার দেয়া হয়েছে। বড়দের সাথে পাঁচওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় ও কোরআন শরিফ খতমকারীদেরকে পুরস্কৃত করা হয়েছে। সান্ত¦না পুরস্কার ছিলো একটি জায়নামাজ, একটি টুপি, একটি তসবি ও একটি আদর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদিপুর স্কুলপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান আসাদুল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসুল মুফাসসিরীনের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা মজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা আবুজার গিফারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মজলিসুল মুফাসসিরীনের সাধারণ সম্পাদক মাওলানা মো. আরিফুল ইসলাম হাওলাদার, সদস্য মাওলানা মহব্বত আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুুয়াডাঙ্গা মজলিসুল মুফাসসিরীনের আইন বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা আবুজার গিফারী।

Comments (0)
Add Comment