দামুড়হুদার কানাইডাঙ্গায় ধানকাটা নিয়ে দুপক্ষের মারামারিতে আহত ১জন

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে জমিতে ধান কাটা নিয়ে দুপক্ষের মারামারির হয়েছে।  একজন আহত হয়ে হাসাপতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও প্রতক্ষদর্শীসুত্রে জানাগেছে,  শুক্রবার সকাল ১০ টার সময় কানাইডাঙ্গা মাঠে নিজেদের জমি দাবী করে কানাইডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তাহাজিদ আলী লোকজন নিয়ে ধান কাটতে যায়। এসময় একই গ্রামের গনি মেম্বরের ছেলে নুর জামাল গং নিজেদের জমি দাবী করে ধান কাটায় বাধা দেয়। উভয় পক্ষ উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় লাঠির আঘাতে তাহাজুলের মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে দামুড়হুদা থানা, চারুলিয়া ক্যাম্প ও কার্পাসডাঙ্গা ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। এবিষয়ে আহত তাহাজুলের ভাই শাহান মালিক বলেন দেড় বিঘা জমিতে আমরা ধান লাগিয়েছিলাম। আজ ধান কাটতে এসে প্রতিপক্ষরা বাধা দিয়েছে। লাঠিসোটা নিয়ে এসে আমাদের উপর হামলা করেছে। আমার ভাই রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। কানাইডাঙ্গা মাঠের ৪ বিঘা জমি নিয়ে তাদের সাথে বিরোধ। আদালতে মামলাও হয়েছিলো। আমাদের জমির কাগজ আছে। এবিষয়ে কানাইডাঙ্গা গ্রামের কামরুল জানান, আমাদের জমিতে তারা জোরপূর্বক ধান কাটতে আসেছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি জানান, কানাইডাঙ্গা গ্রামের ধান কাটা নিয়ে মারামারি হয়েছে। কোন পক্ষ মারামারির বিষয়ে অভিযোগ এখনও করেনি।
Comments (0)
Add Comment