স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস হলদি পাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে একদিনে দু’দুবার অনশন করেছে এক স্কুলছাত্রী। বিষের বোতল হাতে নিয়ে আত্মহত্যার হুমকি দিলে এলাকা জুড়ে তোড়পাড় সৃষ্টি হয়।
জানা গেছে, চন্দ্রবাস হলদি পাড়ার আশাদুল হকের ছেলে আমির হামজার প্রেমে পড়ে একই পাড়ার খোকন আলীর স্কুল পড়ুয়া মেয়ে সাদিয়া খাতুন। গত বুধবার দুপুর ১২টার দিকে প্রেমিকের বাড়ির উঠানে বিষের বোতল হাতে অবস্থান নেয় সাদিয়া খাতুন। সে জানায়, আমির হামজাকে বিয়ে না দিলে বিষ খেয়ে মরবো। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সংবাদ, পরে আমির হামজার বাড়ির আশেপাশে ভিড় করে গ্রামের লোকজন। পরিস্থিতি সামাল দিতে ছেলের পরিবার মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। তবে কিছুক্ষণ পর আবারো দৌড়ে প্রেমিকের বাড়িতে ফিরে আসে সে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয়রা জানান, ছেলেমেয়ে পরস্পরের প্রতি আন্তরিক ভালোবাসায় জড়িয়ে পড়েছে। কিন্তু মেয়ের বাবা খোকন আলী এ সম্পর্ক মেনে নিতে রাজি নন। পরে খোকন আলী দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আমির হামজার বিরুদ্ধে, কারণ মেয়েটি এখনো নাবালিকা। গতকাল বৃহস্পতিবার চারুলিয়া পুলিশ ক্যাম্পের সহায়তায় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তুলে দেওয়া হয়। এ বিষয়ে আমির হামজা ও সাদিয়া বলেন, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। নিজের পছন্দের মানুষের সাথে জীবন গড়তে চাই। কিন্তু আমাদের ভালোবাসায় বাধা সৃষ্টি করা হচ্ছে।