দামুড়হুদার চারুলিয়ার বাজার মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার চারুলিয়া বাজার মসজিদে গভীর রাতে দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ১৭ জুলাই (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মসজিদের দানবাক্সের তালা ভেঙে মোটা অংকের অর্থ নিয়ে পালিয়ে যায়। বিষয়টি প্রথম নজরে আসে ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসলে। মসজিদ কমিটির এক সদস্য জানান, আমরা সাথে সাথে আশপাশের একটি বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি। ফুটেজে মসজিদের সামনের অংশে একজনকে ঘোরাফেরা করতে দেখা গেলেও, দুরত্ব এবং অন্ধকারের কারণে তার মুখ স্পষ্ট বোঝা যায়নি। গতকাল রোববার প্রকাশ করে স্থানীয় অনেকেই বলেন, গ্রামটি একসময় নিরাপদ বলে পরিচিত ছিল। কিন্তু চারুলিয়া গ্রামে গত কয়েক বছরে চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে। কয়েক সপ্তাহ আগেই একজন অসহায় দরিদ্র ব্যক্তির একমাত্র আয়ের উৎস একটি পাখিভ্যান চুরি হয়ে গেছে। এর আগে ছাগল, গরু চুরির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় পুলিশের নজরদারি জোরদারের দাবি তুলেছেন এলাকাবাসী। তবে মসজিদ থেকে চুরি হওয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এসব চোরেরা আল্লাহকেও ভয় করে না। এদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানাই। চুরির ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে চারুলিয়া ধীরে ধীরে অপরাধের আখড়ায় পরিণত হবে।