দামুড়হুদার ঠাকুরপুরে জমি সংক্রান্তের জেরে মারামারিতে ৪জন আহত

স্টাফ রিপোর্টার : দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে জমিজমা সংক্রান্তের জেরে মারামারিতে ৪জন রক্তাক্ত জখম হয়ে হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার সকাল ৭ টার দিকে ঠাকুরপুর গ্রামে চাপড়ির মাঠে বীর মুক্তিযোদ্ধা পির মোহাম্মদ গং ও একই গ্রামের আজিম উদ্দিন গং জমিজমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আজিম ও তার ছেলে রবিউল ও নাতী শিপন এবং মৃত কলমের ছেলে শফিকুল ও রফিকুলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে বীর মুক্তিযোদ্ধা পির মোহাম্মদ গং। এসময় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। এবিষয়ে আজিমের পরিবারের লোকজন সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, চাপড়ির মাঠের ৬ কাঠা খাস জমি দীর্ঘদিন দখল করে চাষ আবাদ করে আসছি কিন্তু বীর মুক্তিযোদ্ধা পির মোহাম্মদ জোরপূর্বক দখল করতে এসে দেশীয় অস্ত্র দিয়ে মেরে আমাদের লোকজনকে রক্তক্ত জখম করেছে। এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা পির মোহাম্মদের বাড়িতে গেলে বাড়ির লোকজন জানান, জমির কাগজ আমাদের নামে রয়েছে। এদিকে আহত রবিউলের অবস্থা গুরুতর বলে জানাগেছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান কাজলের কাছে জানতে চাইলে তিনি জানান, মারামারির ঘটনায় একপক্ষ মামলা করেছে।

Comments (0)
Add Comment