দামুড়হুদার ঠাকুরপুরে রাস্তার সমাধান করলেন উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনসুর বাবুর বিশেষ উদ্যোগে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন এবং ঠাকুরপুর গ্রামবাসীর সহযোগিতায় রাস্তার সমাধান করলেন উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কুড়–লগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের দক্ষিণপাড়ার প্রধান সড়ক হতে গ্রামের ভিতরের  দীর্ঘদিনের রাস্তাটি জোরপূর্বক গ্রামের কতিপয় এক শ্রেণির মানুষ সরকারি খাস জমি জোরপূর্বক দখল করে নিজেদের জমি বলে দীর্ঘদিনের রাস্তাটি ঘিরে দেবার কারণে গ্রামের সাধারণ মানুষের চলাচল ও গাড়ি না যাওয়ার কারণে ভোগান্তির শিকার হচ্ছে। গ্রামের মানুষ দু-একজনের  কাছে জিম্মি হয়ে পড়েছিলো। এর আগে কুড়–লগাছির ধান্যঘরা গ্রামের ভিতরে রাস্তার ধারে পুকুরের চারিদিকের বাধ বেধে দেবার আশ্বাস দেন। এ খবর শোনার পর দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের দপ্তর সম্পাদক আলি মুনসুর বাবু দ্রুত ছুটে যান কুড়–লগাছির ঠাকুরপুর গ্রামে এবং স্থানীয় চেয়ারম্যান ও গ্রামবাসীর সহযোগিতায় দীর্ঘদিনের রাস্তাটির সমাধান করেন। তিনি দাড়িয়ে থেকে রাস্তার কাজের উদ্বোধন করেন এবং গ্রামবাসী উপজেলা চেয়ারম্যানকে সাধুবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন কুড়–লগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দীন, কুড়–লগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, কুড়–লগাছি ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত, হারুণ গুলজার, রতন, আব্দুল হাকিম, সেকা উদ্দীন, শমসের, স্বাপন, আব্দুল খালেক, হারুন , শফিক কল্লা, আসাদুল, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী আবরার অপু প্রমুখ।

Comments (0)
Add Comment