কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার ধান্যঘরায় সড়ক দুর্ঘটনা আহত কামাল হোসেন অবশেষে মারা গেছেন। দীর্ঘ এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত রোববার রাত সাড়ে টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কামাল হোসেন (৪০) দামুড়হুদা উপজেলা কুড়–লগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মোশরাফ হোসেনের ছেলে।
পরিবারের লোকজন জানান, গত ২৩ জুন নিজ বাড়ি থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে উপজেলার চিৎলার মোড়ে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কামাল পিচ রাস্তার ওপরে ছিটকে পড়ে হাত, পা ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করে। একদিন পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে দীর্ঘ একমাস চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গতকাল সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে গ্রামের বাড়িতে লাশ এসেই পৌঁছুলে দেখা দেয় হৃদয়বিদারক দৃশ্য ভারী হয়ে উঠে আকাশ। গতকালই সকাল সাড়ে ১০ টার সময় জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।