দামুড়হুদার পাটাচোরা পার্ক উদ্বোধনকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

শিশুদের মানসিক বিকাশে বিনোদন কেন্দ্রের বিকল্প নেই

দামুড়হুদা অফিস: শিশুদের মানসিক বিকাশে বিনোদন কেন্দ্রের বিকল্প কিছু নেই। তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটা উপজেলার একটি করে গ্রামকে শহরে রূপান্তরিত করে চলেছেন। আর সেই সকল গ্রামগুলোর মনোরম পরিবেশে একটি করে পার্ক তৈরি করার ব্যবস্থা করেছেন। দামুড়হুদার পাটাচোরা পার্ক উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলছিলেন উদ্বোধক চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। উদ্বোধনের আগে জেলা প্রশাসক স্ব-পরিবারে পার্কটি পরিদর্শন করে এবং পার্ক চত্বরে তালের চারা রোপণ করেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পের আওতায় পার্ক উদ্বোধন অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো আব্দুল মাজেদ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি সবুজ কুমার বাসক, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন। দামুড়হুদা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পার্ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, উপজেলা নির্বাহী অফিসের নাজির ওমর ফারুক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, আ.লীগ নেতা রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

Comments (0)
Add Comment