দামুড়হুদার মুন্সিপুরে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রূপার গয়না উদ্ধার

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলায় মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের রূপার গয়না জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার মুন্সীপুর সীমান্ত থেকে এই বিপুল পরিমাণ রূপার গয়না জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি’র অধিনস্থ মুন্সিপুর বিওপির টহল দল অভিযান পরিচালনা করে দামুড়হুদা থানার অন্তর্গত কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর থেকে ২২ কেজি ৬০০ গ্রাম (১৯৩৭.৫৮ ভরি) ভারতীয় রূপার গয়না আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ত্রিশ লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেন মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল গাফফার। এছাড়াও নায়েক সিগ. জাহাঙ্গীর আলম, সিপাহী নাজমুল হক এবং আবু আহম্মেদ অভিযানে অংশগ্রহণ করেন। আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments (0)
Add Comment