দামুড়হুদায় এক্সকেভেটরের তেল চুরির সময় ধরা : প্রতিবাদ করায় ৩ জনকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুরে ভৈরব নদী খননের এক্সভেটরের তেল চুরির সময় প্রতিবাদ করায় তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন গাজীপুরের টঙ্গী এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (৪৬), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পুকুরিয়া গ্রামের দক্ষিণপাড়ার শামসুল হকের ছেলে জুয়েল রানা (৪৫) ও গাজীপুর জেলার শ্রীপুর থানার টেংরামারি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে শফিকুল আলম (৫০)।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত দামুড়হুদা উপজেলায় মুক্তারপুরে ভৈরব নদী খননের কাজ চলছে। বেশকিছু দিন যাবত খননের কাজে ব্যবহৃত এক্সভেটর মেশিনের তেল চুরির ঘটনা ঘটছে। গতকাল আহতরা দেখতে পান এক্সবেটরের চাকল ও হেলপার শরীফ (৩০), নাজমুল ইসলাম (২৫), জাহাঙ্গীর (৩২), ফারুক (৪০), ফিরোজ (৩৫), রাজু (২৪), বাদশা (২০) সহ কয়েজন তেল চুরির বিষয়টি দেখে ফেলেন। এসময় প্রতিবাদ করায় নিজেদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি ও রড নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। একজনের মাথায় ৫-৭ টা সেলাই দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, এক্সভেটর মেশিনের তেল চুরি করাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। নিজেরাই বিষয়টি মিমাংসা করবে বলে জানিয়েছে আমাদের। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)
Add Comment