দামুড়হুদায় এসিল্যান্ডকে বদলির দাবিতে কৃষকদের মানববন্ধন

দর্শনা অফিস: দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের রেলগেট তালতলায় স্থাপন করা হচ্ছে মিটার স্কেল। সেক্ষেত্রে সরকার রাস্তার দুধারে কৃষকদের জমি অধিগ্রহণ করেছে বছর খানেক আগে। ৩৮ জন কৃষকের প্রায় ৩৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে মিটার স্কেলের জন্য। জমির মালিকদের মধ্যে কেউ কেউ টাকা বুঝে পেলেও অনেকেই পায়নি। এছাড়া দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহের বিরুদ্ধে নামজারির ক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠেছে। জমির পাওনা টাকা পরিশোধ ও নামজারিতে হয়রানির প্রতিবাদে দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের তালতলা নামকস্থানে কৃষক সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে লেকনাথপুর, পরানপুর ও দুধপাতিলা গ্রামের ৩৮ জন কৃষক ও তাদের সন্তানরা অংশ নেন। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মো. মহসিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মো. আওয়াল হোসেনসহ অন্যান্য জমির মালিক ও তাদের সন্তানরা।

এ সময় বক্তারা বলেন, এক বছর আগে আমাদের তিন গ্রামের ৩৮ জন কৃষকের প্রায় ৩০ বিঘা জমি অধিগ্রহণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক। জমির টাকা গ্রহণ করতে নাম খারিজের রেকর্ড জমা দিতে বলা হয়। ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে দামুড়হুদা ভূমি কমিশনার সুদীপ্ত কুমার সিংহের কাছে অনলাইনে খারিজের জন্য আবেদন করি। তারা আরও বলেন, ভূমি অফিসের তশিলদার ও সার্ভেয়ার সবার কাগজপত্র যাচাই-বাছাই করে এসিল্যান্ডের কাছে জমা দেন। কিন্তু সুদীপ্ত কুমার সিংহ সব খারিজ নথি বাতিল করে দেন। দ্রুত দামুড়হুদা ভূমি কমিশনার সুদীপ্ত কুমার সিংহের বদলির দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলেন, তার হয়রানির কারণে আমরা এক বছরে কেউ জমির টাকা পায়নি।

Comments (0)
Add Comment