দামুড়হুদা অফিস: ছোট শিশূদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে গরিব মেধাবী শিক্ষার্থী দের মাঝে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিরতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখার বন্ধুরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের দশমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ২৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরন বসুন্ধরা গ্রুপের খাতা,২টি কলম,পেনসিল,কাটার, রাবারবক্সসহ বক্স তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সদরের বিশিষ্ট বিসিআইসি সার ডিলার আবু হানিফ, দামুড়হুদা উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ইসমাইল হোসেন,সাধারন সম্পাদক মাকসুদুর রহমান রতন,উপদেষ্টা দামুড়হুদা আব্দুল ওদুদ শাহা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন,প্রধান উপদেষ্টা কালের কন্ঠের দামুড়হুদা প্রতিনিধি হাবিবুর রহমান,সাংগাঠনিক সম্পাদক আবু বকর,অর্থসম্পাদক নওশাদ আলি, সদস্য আবুল কালাম মাষ্টার, আজাদ,আব্দুল আলিম,আক্তারুজ্জামান,হাতেম আলি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষীকাগন গন।