দামুড়হুদায় মাদকদ্রব্যসহ ইজিবাইক চালক আটক ॥ ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় মাদক রাখার অপরাধে রাজু আহমেদ (২৭) নামে এক ইজিবাইক চালককে অর্থদণ্ডাদেশ  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতে অর্থদণ্ডাদেশ প্রাপ্ত রাজু আহমেদ চুয়াডাঙ্গা জেলা সদরের সিএ্যান্ডবিপাড়ার নাসির উদ্দিনের ছেলে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার মালিক সুপার মার্কেটের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, গতকাল বুধবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এএসআই আশেক সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার মালিক সুপার মার্কেটের সামনে থেকে ইজিবাইক চালক রাজু আহমেদকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে থানা পুলিশ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমানকে অবগত করলে তিনি ঘটনাস্থলে পৌঁছে আদালত পরিচালনা করে। আদালতে মাদক রাখার অপরাধে অভিযুক্ত রাজু আহমেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (৬) ধারায় অভিযুক্ত করে ২ হাজার টাকা অর্থদ-ের আদেশ দেন আদালতের বিচারক। আদালতে অর্থদ-প্রাপ্ত রাজু আহমেদ নগদে অর্থ পরিশোধ করে মুক্ত হন। আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহন আলী, দামুড়হুদা মডেল থানা পুলিশ সদস্যবৃন্দ।

 

Comments (0)
Add Comment