দামুড়হুদায় সাংবাদিককে অবরুদ্ধ ও হুমকির ঘটনায় তদন্ত কমিটি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে সাংবাদিক আটকে অবরুদ্ধ ও হুমকিসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সোমবার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজিয়া আফরিনকে আহ্বায়ক, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আলী জিন্না, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহকে সদস্য রেখে এই তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে এই তদন্ত কমিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলা কৃষি অধিদপ্তর সাংবাদিক শামীম রেজা গত ১৪ জুলাই রোববার দুপুরে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের অফিসে যান। অফিসে যাওয়ার পর কৃষি কর্মকর্তার নিকট তথ্য চাইলে তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং অফিসের কর্মচারীদের রুমের দরজা বন্ধ করে দিয়ে সেই সঙ্গে অফিসে কর্মরত কর্মকর্তাদের একটা লাঠি আনতে বলেন এবং পিটিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করেন। একইসঙ্গে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এরপর সাংবাদিক শামীম রেজার কাছে থাকা মোবাইল কেড়ে নিয়ে রুমের ভেতর অবরুদ্ধ করে রাখেন। কিছু সময়ের মধ্যেই তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার পর উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামানের বদলি ও বিচারের দাবি করে বিভিন্ন আন্দোলন করেন সাংবাদিক।

Comments (0)
Add Comment