দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বাবু’র ব্যক্তিগত অর্থে রাস্তা সংস্কার

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনের জরাজীর্ণ সড়কটি সংস্কার করে দিয়েছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। গতকাল সোমবার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়।

জানা যায়, দামুড়হুদা উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড থেকে গুলশানপাড়ার অভিমুখের রাস্তাটি দীর্ঘদিন যাবত খানাখন্দে জরাজীর্ণ হয়ে পড়েছিলো। রাস্তাটির কারণে বাসস্ট্যান্ড জামে মসজিদের মুসুল্লিসহ স্থানীয়দের চলাচলে জনদুর্ভোগ পোহাতে হতো প্রতিনিয়ত। বিশেষ করে ওই রাস্তাটিতে এতোটাই খানাখন্দ ছিলো যার ফলে একটু বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। বেশীরভাগ সময় জমে থাকা বৃষ্টির পানি মাড়িয়েই চলাচল করতে হতো স্থানীয়দের। স্থানীয়দের দুর্ভোগ দেখে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবুকে অবগত করেন। গত কয়েকদিন আগে উপজেলা চেয়ারম্যান সরজমিনে রাস্তাটি পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক ব্যক্তিগত অর্থে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলিকে রাস্তাটির সংস্কার কাজের দায়িত্ব দেন।  গতকাল সোমবার নিজে উপস্থিত থেকে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করান চেয়ারম্যান হযরত আলি। এসময় কাজে সহযোগিতা করেন যুবলীগনেতা ইলিয়াস হোসেন, আব্দুল খালেক, জুয়েল ও আতিকুল ইসলাম রনি। রাস্তাটি সংস্কার কাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Comments (0)
Add Comment