দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় (ভূমি) অফিসকে জনদূর্ভোগ ও দালাল মুক্ত করে ভূমি সেবা ঘরে রুপান্তর করে সর্বমহলে প্রশংসিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। তিনি যোগদানের দশ মাসেই এ উপজেলায় ভূমি সেবা সহজিকরণ করে সেবার মান বৃদ্ধি করেছেন। উদ্ধার করেছেন খাস জমি, শনাক্ত করেছেন খাজনাবিহীন ভিপি সম্পত্তি, মোবাইল কোর্টে রাজস্ব আদায়েও রেখেছেন বিশেষ অবদান। খারিজের অপেক্ষামান জায়গা-জমির দলিলের পাহাড়, জটিলতা, নিরসন করে ভূমি কার্যালয় এখন স্বর্ণালী সফলতার আরো একটি নাম। এখন আর সঠিক জায়গা-জমির খাজনা, খারিজ, ডিসিআরসহ যে কোন কাজে মানুষের ভোগান্তি পোহাতে হয় না। একটি স্বচ্ছ ও ডিজিটাল (আংশিক) ভূমি অফিস পেয়েছেন দামুড়হুদা উপজেলাবাসী। শতভাগ ভূমি সেবা নিশ্চিতে নিরলস কাজ করে চলেছেন কে এইচ তাসফিকুর রহমান। একান্ত প্রচেষ্টায় উপজেলার একটি পৌর ও সকল ইউনিয়ন ভূমি অফিসগুলোতে জনসাধারণের জনদুর্ভোগ রোধ করে জনবান্ধব অফিসে পরিণত হয়েছে। সরকারের যুগান্তকারী পদক্ষেপগুলোর সঠিক বাস্তবায়নের ফলে দামুড়হুদা উপজেলা ভূমি অফিসে অতীতের চেয়ে অধিক হারে বৃদ্ধি হয়েছে ভূমি সেবার মান। উপজেলা সহকারী কমিশনার ভূমির হস্তক্ষেপে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে এখন আগের মতো অপ্রয়োজনীয় জনগণের ভিড় দেখা যায় না। নেই কোনো বস্তাবন্দি ফাইল। দালালের দৌরাত্ম আর এখন চোখে পড়ে না উপজেলা বা ইউনিয়ন ভূমি অফিসগুলোতে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন (ভূমি) অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কৌশলী ভূমিকায় কাজ করছেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। নিজের ও অধিনস্ত কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সরকারি অভিযোগ কেন্দ্রের হেল্প লাইন নাম্বার টানিয়ে রেখেছেন অফিসে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে অপেক্ষমান কাজ শেষ করে স্বচ্ছতা ফিরিয়ে আনতে তার এই কৌশলী ভূমিকা। বিগত সময়ে অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সহকারী কমিশনার (ভূমি) কর্মতৎপরতা ও সৃজনশীলতার বিষয়টি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। তিনি ২০২৪ সালের ১৬ জুলাই দামুড়হুদা উপজেলায় যোগদান করার পর থেকেই খুব অল্পদিনের মধ্যে নিজের কর্মদক্ষতা দিয়ে দামুড়হুদা উপজেলা (ভূমি) অফিসকে একটি জনতার উন্মুক্ত ভূমি সেবা ঘর হিসাবে চালু করতে সক্ষম হয়েছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে আগত মানুষদের (ভূমি) সেবা দিয়ে তিনি হয়েছেন ব্যাপক সমাদৃত। তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। তিনি দামুড়হুদায় যোগদানের পর থেকে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে ভূমিদস্যু, অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে আদায় করেছেন খাজনা, জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিচ্ছেন কঠোর আইনি পদক্ষেপ। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান বলেন, এ উপজেলায় যোগদানের পর দেখি সব কিছু এলোমেলো, অগোছালো। পর্যায়ক্রমে উপজেলা ভূমি অফিসের সেবা সহজিকরণ করে সেবার মান বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু মোবাইল কোর্ট, খাজনা আদায়, খারিজ, ডিসিআর, ভিপি সম্পত্তি শনাক্ত, খাস জমি উদ্ধার করেছি। উপজেলা (ভূমি) অফিসগুলোকে দালালমুক্ত করে সেবার মান বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, (ভূমি) সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্ভাবনী উদ্যোগগুলো মানুষের মাঝে পৌঁছে দেয়ায় প্রচেষ্টা অব্যাহত থাকবে।