নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের খলিসাগাড়ী ব্লাড ব্যাংকের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রক্ত সংকটে মানুষের প্রাণ বাঁচাতে সব সময় পাশে থাকার অঙ্গীকারে এলাকায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিভিন্ন সময়ে অসহায় দরিদ্রদের সহায়তা প্রদান করেন। এই ব্লাড ব্যাংকের প্রতি আস্থা ও আরও সংঘবদ্ধ হওয়ার প্রত্যয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে ঐতিহাসিক নাটুদা খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ব্লাড ব্যাংকের সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক তাইফুর রহমান, ব্লাড ব্যাংকের সদস্য ইমরান হাসান, সজীব হাসান, জামিল মিয়া, মাহফুজ, শাহরুখ খান, মিঠুন মিয়া, পলাশ, মুজাহিদ, আলমাজুল, ফটিক, ইউসুফ, ইমরান, সজীব হাসান, টুটুল, খালেকসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তি। খেলায় প্রথমবারের মতো চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন আনোয়ার হোসেনের দল।