দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের ৪ সদস্যের কমিটি ঘোষণা

আহ্বায়ক মোকাররম সদস্য সচিব তবারক  

 

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের ৪ সদস্যের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। গত ১৭ এপ্রিল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সদস্য মো. মোকাররম হোসেন, সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বাড়াদী ইউপি চেয়ারম্যান মো. তবারক হোসেন। যুগ্ম আহ্বায়ক হলেন আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা ও তারিকুল আলম জোয়ার্দ্দার বিলু। গতকাল সোমবার কৃষকদলের নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি নতুন নেতৃত্বকে জেলা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম মনি, আবু বকর সিদ্দিক আবু, মির্জা ফরিদুল ইসলাম শিপলু প্রমুখ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গাতে কৃষকদলের কোনো কর্মকা- দৃশ্যমান ছিলো না। সংগঠন ছিলো না বললেই চলে। দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের কমিটি গঠিত হলো। গত ১৭ মার্চ, জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০০৪ সালে জেলা কৃষকদলের সম্মেলন ও কমিটি হয়েছিলো।

Comments (0)
Add Comment