হাসাদাহ প্রতিনিধিঃ জীবননগর উপজেলার হাসাদাহ টু মহেশপুর সড়কে দেড় বছর ধরে খোড়াখুড়ির করে ফেলে রাখেন ঠিকাদার অহেদ আলী । ফলে চরম ভোগান্তি পেতে হয় চলাচল কারীদের। জানা গেছে, ৪ মাস আগে হাসাদাহ মৃত ছালামের বাড়ীর কালভাট হতে মহেশপুর উপজেলা কানাইডাঙ্গা আগ পযর্ন্ত ইটের খোয়া ডলে রাখা হয়েছে। ফলে ইটের খোয়ার ধুলোবালি রাস্তাদিয়ে চলাচলের মানুষজনের চোখেমুখে একাকার এবং ধুলাবালিতে কৃষকের আবাদ খাট নষ্ট হয়। এবিষয়ে স্থানীরা চলাচলকারী ও কৃষকরে মানববন্ধন করে প্রতিবাদ জানায়। প্রতিবাদের নিউজ দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার, মাল্টিমিডিয়া এবং স্থানীয় পত্রিকা নিউজ প্রকাশ করা হয়। তাতেও জীবননগর উপজেলার ইন্জিনিয়া অফিস, চুয়াডাঙ্গা জেলা অফিস ও ঠিকাদার অহেদ আলী তিনারা বিষয়টি গুরুত্ব দেয়নি। দিনদিন রাস্তাটি বিপদজনক হয়ে পড়ে। গত পরশু রাতে হাসাদাহ মহেশপুর সড়কে দিয়ে পেয়াজ বোঝাই একটি ট্রাক চলাচলের সময় আমজেত মালিথার স মিলের সামনে গর্ত উপর দিয়ে পার হতে গিয়ে ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারি ট্রাকটি উল্টে যায়। এবং ট্রাকের থাকা পেঁয়াজ পাসের পুকুরে পানিতে পড়ে যায় এবং গাড়ীর ক্ষয়ক্ষতির ও ড্রাইভার সেলিম আহত হন। ট্রাক উল্টে গেলে ঠিকাদার অহেদ আলী বিষয়টি গুরুত্ব দেন এবং কিছু লেবার দিয়ে , কএক গাড়ী আদলা ইট পাঠিয়ে রুলার দিয়ে ডলে কোন রকম চলাচল ব্যবস্থ করেন তিনি।স্থানীয়রা বলেন ট্রাকটি যদি না উলটাতো তাহলে গর্তটি সংস্কার হতো না।