ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী : হুমকি-হামলায় চিন্তায় মা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী (১৩) অন্তঃসত্ত্বা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মা গত সেপ্টেম্বর মাসে মিলন মোল্লাসহ (৩৫) পাঁচজনের নামে আদালতে মামলা করেন। তবে এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো আসামিরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছে এবং কোনোভাবে রাজি করাতে না পেরে হুমকির পাশাপাশি হামলা চালিয়েছে বলে কিশোরীর মায়ের অভিযোগ। ওই কিশোরীর বাড়িতে গিয়ে কথা হয় তার মায়ের (৫৪) সঙ্গে। তিনি বলেন, স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে। তার দুই মেয়ে। বড় মেয়ের (২২) বিয়ে হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ছোট মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। ধর্ষণের ঘটনা সম্পর্কে এই মায়ের ভাষ্য, তিনি গ্রামের এক প্রতিবন্ধী নারীকে (৫৫) দেখাশোনার কাজ করেন। গত ৫ জুলাই তিনি সেখানে কাজে যান। এ সময় মেয়ে বাড়িতে একা ছিলো। তবে কেমন যেন অস্বাভাবিক আচরণ করছিলো, সবকিছুতে ভয় পাচ্ছিলো। মাসখানেক পর মেয়ের শারীরিক সমস্যা দেখা দিলে তিনি মেয়েকে নানা প্রশ্ন করেন। মেয়ে তখন ভয়ে কিছু বলতে চায়নি। পরে জানায় যে মিলন তাকে ধর্ষণ করেছে। একই সঙ্গে জানায় যে এই কথা কাউকে বললে মা-মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন মিলন। ঘটনা সম্পর্কে ওই কিশোরীর ভাষ্য, সে ঘরে ঘুমিয়ে ছিলো। মিলন তার ঘরে ঢুকে ধর্ষণ করে। মিলনের হুমকিতে সে ভয় পেয়ে মাকে কিছু বলেনি। মিলন এখন মামলা থেকে বাঁচতে তাকে বিয়ে করতে চাইছে উল্লেখ করে সে বলে, ‘আমি এই বিয়েতে রাজি নই। মিলনের বিচার চাই।’ মেয়ের মা বলেন, মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে তিনি নিশ্চিত হয়েছেন যে মেয়ে অন্তঃসত্ত্বা। এই খবরে ১৩ বছরের মেয়েকে নিয়ে তিনি চিন্তিত। এর সঙ্গে যোগ হয়েছে হুমকি আর হামলা। এ অবস্থায় গত ১৩ সেপ্টেম্বর তিনি ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন।

 

Comments (0)
Add Comment