পরকীয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে গ্যাঁড়াকলে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের সাকিব

স্টাফ রিপোর্টার: পরকীয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে গ্যাঁড়াকলে পড়েছেন চুয়াডাঙ্গার শহরতলী দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার সাকিব। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালমারি গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। রাতে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে নেয় পুলিশ। সাকিব (২২) চুয়াডাঙ্গার শহরতলী দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার কাসেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের এক স্কুল ছাত্রীর (১৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার বিবাহিত সকিব। গতকাল শনিবার সন্ধ্যার আগে বোয়ালমারি গ্রামের শ্মশান ঘাট এলাকায় দুজনকে গল্প করতে দেখলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে সাকিব জানায় ‘আমাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক, আমরা বিয়ে করবো’। পরে ওই দুজনকে স্কুলছাত্রীর বাড়িতে নিলে সাকিব স্থানীয়দের জানায়, তিনি বিবাহিত। তার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। বিষয়টি জানতে পেরে সাকিবের পরিবারের সদস্যরা স্থানীয় এক জনপ্রতিনিধিকে সাথে নিয়ে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে দশ হাজার টাকা জরিমানা দিয়ে আপস মিমাংসার চেষ্টা করে। কিন্তু স্কুলছাত্রীর পরিবার রাজি না হওয়ায় তারা ফিরে আসেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গিয়ে সাকিবকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, চুয়াডাঙ্গার বোয়ালমারি গ্রামে এক যুবককে আটকে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ গিয়ে উদ্ধার করে। তিনি এখন থানা হেফাজতে আছেন। কোনোপক্ষই এখনও অভিযোগ দেয়নি।

 

Comments (0)
Add Comment