পরপর পাঁচ বার বলাৎকারের শিকার মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাধীন মুক্তারপুর গ্রামে এক মাদ্রাসা ছাত্রকে টানা পাঁচবার বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশি শামীমের বিরুদ্ধে। বুধবার (৯ জুন) বেলা ১১ টার মাদ্রাসা ছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ওই মাদ্রাসা ছাত্রের মা বলেন, গত দু’মাস আগে প্রতিবেশি মিনারুল ওরফে মিনার ছেলে শামিম (৩০) আমার ছেলেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় টানা পাঁচবার বলাৎকার করে। বিষয়টি কাউকে না বলতে আমার ছেলেকে হত্যার হুমকিও দেয় শামীম। এছাড়াও এলাকায় আমার ছেলেসহ কয়েকজন শিশুকে বলাৎকারের ঘটনা গতকাল জানাজানি হয়। মঙ্গলবার রাতে আমার ছেলেকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনাটি আমাকে খুলে বলে। তিনি আরও বলেন, আমার ছেলে বমি করছে। সাথে ব্যাথাও অনুভব করছে। বলাৎকারের পর কাউকে না জানাতে শামীম আমার ছেলেকে হত্যার হুমকিও দেয়। আমি এঘটনায় মামলা করবো। অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, দুই মাস আগে বলাৎকারের শিকার এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরের মলদ্বারে ব্যাথা ও বমি করছে। ডাক্তারি পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments (0)
Add Comment