পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য তথ্য ও সেবাদানে শ্রেষ্ঠ আলুকদিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ‘সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি এই স্লোগানে সরকার পরিকল্পিত জনসংখ্যা তথা পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে জনগণের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়তে বিভিন্ন কমসূচি বাস্তবায়ন করছে। প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হচ্ছে। পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য তথ্য ও সেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আলুকদিয়া ইউনিয়ন শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কর্যাণ কেন্দ্র হওয়ায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খাঁন এর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান হাজী. আবুল কালাম আজাদ। এই সফলতা বয়ে আনায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান হাজী. আবুল কালাম আজাদকে অভিনন্দন জানিয়েছেন ইউপি সচিব মহামিন আলী, বিশিষ্ঠ ব্যাবসায়ী হাফিজুর রহমান মুক্তার, প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আল বেলাল, হাসেম আলী, সাইফুজ্জামান বিদ্যুত, আশরাফ আলী, আব্দুর জব্বার, কাউছার আলী, হাবলুর রহমান, তুশারেফ হোসেন, মহিলা মেম্বর জাহান্নারা বেগম, আছিয়া খাতুন ও আনোয়ারা খাতুন পমুখ। এদিকে ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকেও এই সফলতায় চেয়ারম্যান হাজী. আবুল কালাম আজাদকে অভিনন্দন জানিয়েছেন।

Comments (0)
Add Comment