পরিসংখ্যানের কাজ জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে

চুয়াডাঙ্গায় জাতীয় পরিসংখ্যান দিবসে এডিসি মনিরা পারভীন

স্টাফ রিপোর্টার : ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১ টায় পরিসংখ্যান কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিসংখ্যান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপপরিচালক রাসিউল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পরভীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে পরিসংখ্যানের কার্যক্রম তুলে ধরেন উপপরিচালক রাসিউল ইসলাম। এসময় পরিসংখ্যানের জরিপকর্মীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি মনিরা পারভীন বলেন, জনসংখ্যা অনুযায়ী সরকারের প্রত্যেক বিভাগের কাজ সুচারুরুপে করতে চাইলে পরিসংখ্যানের ডাটা দরকার। সেজন্য বলবো আপনারা ডাটা সংগ্রহ সঠিকভাবে নিয়ে আসবেন। উন্নয়নমূলক সেবা করতে পারি। আপনাদের তথ্য-উপাত্তগুলো জাতীয় পর্যায়ে যুক্ত হয়। কর্মকর্তারা তদারকি করবেন। বিধি মেনে করবেন। ফিল্ড পর্যায়ে যারা কাজ করছেন তারাও সুন্দর ও সঠিকভাবে করবেন। ২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। পরিসংখ্যানের কাজ জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৬ষ্ঠ আদম শুমারী অনুষ্ঠিত হবে। এর আগে ২০১১ সালে আদম শুমারী অনুষ্ঠিত হয়। এছাড়া, হোটেল রেস্টুরেন্ট এবং পাইকারী বাজার সার্ভে করা হবে। ২০২৩ সালে অর্থনৈতিক শুমারী অনুষ্ঠিত হবে।

 

Comments (0)
Add Comment