পারিবারিক কলহের জেরে গৃহবধূকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ 

গড়াইটুপি প্রতিনিধি: মামাশ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করার অপরাধে বসতবাড়িতে তালা ও বাড়ির সামনে বাঁশ ও বড়ইকাটার বেড়া দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়ায়।

জানাগেছে , চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মৃত রুস্তম আলীর ছেলে তয়েজ হোসেনের স্ত্রী রাফেজাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে তারই আপন মামাশ্বশুর শাহজালালের বিরুদ্ধে। ভুক্তভোগী থানায় অভিযোগ করলে তাদের বসতঘরে তালা ও ঘরের সামনে বাঁশ ও বরই গাছের ডাল দিয়ে আটকে রাখে মামাশ্বশুর শাহজালাল। ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউপি সদস্য আসাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

ভুক্তভোগী রফেজা জানান, গত সোমবার উঠানে পানি ফেলাকে কেন্দ্র করে তার মামাশ্বশুর শাহজালাল ও তার স্ত্রী গালাগালি করে এবং এক পর্যায়ে মামাশ্বশুর শাহজালাল এলোপাতাড়ি মারপিট করে তাকে আহত করে। পরবর্তীতে সুষ্ঠু বিচারের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে থানা থেকে পুলিশ তদন্তের জন্য আসে। কিন্তু পুলিশ চলে যাবার পর মামাশ্বশুর শাহজালাল ও তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এছাড়াও মামাশ্বশুর শাহজালাল বসতঘরে তালা মেরে বাড়ি থেকে বের করে দেয়।

এ বিষয়ে ৮নং ওয়ার্ডের মেম্বার আসাদুল্লাহ আসাদ বলেন, পারিবারিক কলহের জেরে শাহজালাল তার ভাগ্নে বউকে মারপিট করে আহত করার কথা তিনি শুনেছেন। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারটি থানায় অভিযোগ করার পর থানা থেকে তদন্তের জন্য পুলিশ এসে ফিরে গেলে শাহ জালাল তার ভাগ্নে তমিজউদ্দিনের ঘরে তালা মেরে দেন এবং ঘরের সামনে বাশ ও বরই গাছের ডাল দিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে তারা আমার বাড়িতে আশ্রয় নিয়েছে।

Comments (0)
Add Comment