পিরোজপুর ইউনিয়নে ভাতাভোগীদের মাঝে পুষ্টি চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন

মেহেরপুর অফিস:মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে “বিডব্লিউবি” কর্মসূচির আওতায় ভাতাভোগীদের মাঝে পুষ্টি চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: খায়রুল ইসলাম।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ট্যাগ অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, গ্রাম পুলিশসহ ভাতাভোগীবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভাতাভোগীদের হাতে পুষ্টি চাল পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে পুষ্টি ঘাটতিও অনেকাংশে পূরণ হবে।